নোয়াখালী, ১০ জানুয়ারি (ইউএনবি)- নোয়াখালীর সদর উপজেলায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূব শুল্লকিয়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিনা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পারভীন (১৯) ওই গ্রামের কৃষক জহুরুল হকের মেয়ে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে গলাকাটা অবস্থায় তরুণীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ব্যুারো অব ইনভিটিকেশন (পিবিআই) নোয়াখালী কার্যলয়ের পরিদর্শক তোহিদুল আনোয়ার জানান, সুধারাম মডেল থানা পুলিশের তদন্ত কাজে সহযোগিতার জন্য পিবিআই-এর একটি দল হত্যাকাণ্ডের আলামাত সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ ইঞ্চি লম্বা ধরালো একটি ছুরি, পানির মগ, শপিং ব্যাগ, নিহতের ব্যবহৃত একটি প্যান্ট, সুয়েটার উদ্ধার করা হয়েছে।